বিহাড়ায় প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : আসামের কাছাড় জেলার বিহাড়ায় এক প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে শিলচরের ইআরসি চক্ষু হাসপাতাল। বৃহষ্পতিবার বিহাড়ার সরস্বতী বিদ্যা নিকেতনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির।
শিবিরে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার ১৯০ জন রোগীর চক্ষু পরীক্ষা করেন ইআরসি চক্ষু বিভাগের ডাক্তার অর্ধেন্দু মাইতি। ঐ দিন প্রায় ৬০ জন রোগীর চোখের ছানি সনাক্ত করা হয় ও তাদের ইআরসি চক্ষু হাসপাতালে স্বল্প খরচে অপারেশন করে লেন্স বসানোর ব্যবস্থা করা হয়।
এছাড়াও ৫০ জন রোগীকে অতি কম খরচে চশমা প্রদান করা হয় ও ৪০ জন রোগীকে বিনামূল্যে চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন ইআরসি মোবাইল ইউনিটের টিম ম্যানেজার জয়ন্ত দেব, অপটিক্যাল রাহুল দেব, আব্দুল আহাদ লস্কর এবং ফকরুল ইসলাম লস্কর। স্কুলের পক্ষ থেকে সহযোগিতার জন্য স্কুলের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতালের কর্মকর্তারা। স্কুলের পক্ষ থেকে ছিলেন কুলমণি মিশ্র, নিখীল দেব, বনমালী শুক্লবৈদ্য, রণেশ্বর চক্রবর্তী, পাপিয়া দাস, অপর্ণা শুক্লবৈদ্য প্রমুখ।
কোন মন্তব্য নেই