এনডিটিভি-র প্রতিষ্ঠাতা প্রণয় রয় ও তাঁর স্ত্রী রাধিকা রয়কে যেতে দেওয়া হল না বিদেশে
নয়া ঠাহর প্রতিবেদন : শুক্রবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে এনডিটিভি-র প্রতিষ্ঠাতা প্রণয় রয় ও তাঁর স্ত্রী রাধিকা রয়কে আটকে দেওয়া হল। তাঁদের বিদেশে যেতে দেওয়া হল না। তাঁরা বিদেশে যাওয়ার জন্য বিমান ধরতে মুম্বাই বিমানবন্দরে এসেছিলেন ।
এনডিটিভি এক বিবৃতিতে জানিয়েছে, প্রণয় রয়দের বিরুদ্ধে দূর্নীতির একটি ভুয়ো অভিযোগ ছিল । ওই মামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। সিবিআই তাও দুইবছর ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে। ১৬ আগস্ট তাঁদের দেশে ফেরার কথা ছিল ।দুই বছর আগে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে প্রণয় রয়দের বাড়ি ও অফিসে সিবিআই তল্লাশি চালিয়েছিল। এনডিটিভি-র তরফে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানানো হয়েছিল।
শুক্রবার এনডিটিভি-র তরফে বলা হয়, 'গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার লঙ্ঘনের চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা নত স্বীকার করব না।'
কোন মন্তব্য নেই