Header Ads

এবার উপনির্বাচনে আসনরফা চূড়ান্ত কংগ্রেস-সিপিএমের

বিশ্বদেব চট্টোপাধ্যায় : লোকসভায় জোট হয়নি। ফল হয়েছে ভরাডুবি। সেই বিপর্যয়ের পর ভোটের অনেক আগেই জোট চূড়ান্ত করে ফেলল কংগ্রেস ও সিপিএম। এমনকী আসনরফাও সারা। স্বার্থচিন্তা দূরে সরিয়ে এবার তাঁরকা যৌথভাবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধেছে। টার্গেট ২০২১। আর তার মহড়া এবার বিধানসভার উপনির্বাচন ও পুরসভা নির্বাচনে।
বর্তমান পরিস্থিতিই কাছে এনে দিয়েছে দুই দলকে। সিপিএম মনে করছে তাঁরা একা লড়ার অবস্থায় নেই। কংগ্রেসের অবস্থাও রাজ্যে তদ্রুপ। এই অবস্থায় দুই দল এক জায়গায় এসেছে। তিন নেতা আলোচনায় বসে স্থির হয় এই জোট-অঙ্ক। কে কোন আসনে লড়াই করবে, তাও স্থির করে ফেলেন তাঁরা।
সামনেই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ও নদিয়ার করিমপুর কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্যে কালিয়াগঞ্জ ও খড়গপুর আসনে কংগ্রেস প্রার্থী দেবে স্থির হয়। আর করিমপুরে সিপিএম প্রার্থী দেবে চূড়ান্ত হয় বৈঠকে। কংগ্রেস দুটি ও সিপিএম একটি আসনে প্রার্থী দেবে।
এদিন উপনির্বাচনের পাশাপাশি কলকাতা পুরসভার নির্বাচনের আসন রফা নিয়েও আলোচনা হয়। কলকাতা পুরসভার ১৪১টি ওয়ার্ড নিয়েও আলোচনা চালাচ্ছে দু-পক্ষ। খসড়া তৈরি করছে দুই দল। দু-দলের খসড়া তৈরির পরই আসন ভাগাভাগি নিয়ে চূ়ড়ান্ত রফা হবে। এই আসন ভাগাভাগিতে শেষ কথা বলবেন, সূর্য-বিমান-সোমেনরাই।
অবশেষে ছুঁৎমার্গ কাটিয়ে জোটের রাস্তায় হাঁটল কংগ্রেস-সিপিএম। অতীত থেকে শিক্ষা নিয়ে আসন্ন উপনির্বাচন ও পুরসভা নির্বাচনে জোট গড়ে নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিলেন সোমেন মিত্র, বিমান বসু ও সূর্যকান্ত মিশ্ররা। প্রদেশ কংগ্রেস ও রাজ্য সিপিএমের তরফে যৌথ সিদ্ধান্ত নেওয়ার পর আসন রফাও শুরু করে দিল তারা।
বিগত লোকসভায় শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল জোট। উভয়ের কেউই স্বার্থ সংঘাত থেকে সরে আসতে না পারায় ভরাডুবির শিকার হতে হয়েছিল তাদের। লোকসভায় একটি আসনও জোটেনি বামেদের। ৪২টির মধ্যে মাত্র একটি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল তাঁদের। কংগ্রেস তবু দুটি আসন ধরে রাখতে সমর্থ হয়েছিল।
এই অবস্থায় কংগ্রেস ও সিপিএম সিদ্ধান্ত নিল আগামী দিনে একসঙ্গে পথ চলার। আপাতত সিদ্ধান্ত হয়েছে তিনটি কেন্দ্রের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট গড়ে লড়বে। আর পুরসভা নির্বাচনেও বাম-কংগ্রেস জোট বাঁধছে। উপনির্বাচনে ইতিমধ্যেই আসন রফা সেরে ফেলেছে উভয় দলই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.