Header Ads

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ মুকুল সাংমা বিজেপিতে যোগদানের কথা উড়িয়ে দিলেন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
একাংশ সংবাদমাধ্যমের খবর  ছিল মেঘালয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা  ডাঃ মুকুল সাংমা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কংগ্রেস  ছেড়ে যোগ দিতে পারেন বিজেপিতে ।
ছবি, সৌঃ আন্তর্জাল

ডাঃ মুকুল সাংমা এই খবরকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি মেঘালয়া পুলিশের সাইবার ক্রাইম সেলকে এই অসত্য খবরের সূত্র বের করতে নির্দেশ দিয়েছেন ।

শুধু তাই নয়,তিনি অসত্য খবরের রটনাকারীদের মেঘালয়াতে কংগ্রেসের ইতিহাসও খতিয়ে দেখতে বলেন । ডাঃ মুকুল সাংমা আরো বলেন,যখন প্রয়াত প্রাক্তন লোকসভা অধ্যক্ষ পূর্ণ এ সাংমা কংগ্রেস ছেড়ে এনসিপি গঠন করেছিলেন, তখনও তিনি কংগ্রেস ছাড়েননি ।


ডাঃ মুকুল সাংমার স্ত্রী ডিকানচি ডি শিরা , ভাই জেনিথ এম সাংমা ও কন্যা মিয়ানি ডালবট শিরাও মেঘালয়া বিধানসভার কংগ্রেস বিধায়ক ।

No comments

Powered by Blogger.