Header Ads

আয়কর দফতরের হানায় তামিলনাড়ুতে মদের গুদাম থেকে উদ্ধার হিসাব বহির্ভূত ৭০০ কোটি টাকা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
গোপন সূত্রে খবর পেয়ে আয়কর দফতরের আধিকারিকেরা হানা দিয়েছিলেন তামিলনাড়ুর একটি বড় ভারতে তৈরি বিদেশি মদ ও বিয়ারের গুদামে । সেখানে তল্লাশি চালিয়ে আয়কর দফতর উদ্ধার করেছে হিসাব বহির্ভূত ৭০০ কোটি টাকা । ওই কোম্পানির দুটি গোডাউন থেকে ৪০০ কোটি ও ৩০০ কোটি টাকা উদ্ধার করা হয় ।

কোম্পানির মালিক অবশ্য দাবি করেছেন, তাঁকে ফাঁসানোর জন্যই কেউ এসব করেছে ।


তামিলনাড়ুর মোট ৫৫ - টি জায়াগাতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। অভিযোগ, কোম্পানি তাদের বেশিরভাগ কর্মচারীদের মাইনে নগদে দিত। যার ফলে কোন করও দিতে হত না কোম্পানিকে।

যদিও গত মঙ্গলবার আয়কর দফতর হানা দিয়েছিল মদের কোম্পানিটিতে।  তবে এই হানা নিয়ে আয়কর দফতর বিশদে জানিয়েছে রবিবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.