Header Ads

মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে বিধায়ক কিশোর নাথের রণটিলা পরিদর্শন

নয়া ঠাহর প্রতিবেদন, বোয়ালিপার : ১০ আগস্ট মুখ্যমন্ত্রী সানোওয়ালের প্রতিনিধি হিসেবে বড়খলার বিধায়ক কিশোর নাথ মহাশয় ১৮৫৭ সনের মহাবিদ্রোহের যুদ্ধভূমি হাইলাকান্দির রণটিলা পরিদর্শনে আসেন। রণটিলাকে পর্যটন সমবৃদ্ধ স্থান হিসেবে তুলে ধরার চেষ্টায় জেলার সামাজিক সংস্থা রুদ্রানীর সম্পাদক অভ্রাংশু চৌধুরীর পরিশ্রম ধীরে ধীরে বাস্তবে রূপায়ণ হচ্ছে বলে মন্তব্য করেন বিধায়ক কিশোর নাথ।
রণটিলায় বড়খলার বিধায়ক কিশোর নাথ ও সামাজিক সংস্থা রুদ্রানীর সম্পাদক ও সংস্থার কর্মকর্তারা। শনিবার।
তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী রণটিলার উন্নয়ন ও বরাকের আর্থ সামাজিক উন্নয়নে পর্যটনের উপর বিশেষ গুরুত্ব দিতে আগ্রহী। মুখ্যমন্ত্রীর একান্ত অনুরোধে তিনি আজ এই রণটিলায় আসেন এবং ইহার উন্নয়নে  তিনি এবং মুখ্যমন্ত্রী বদ্ধ পরিকর থাকবেন। রণটিলা হাইলাকান্দির গৌরবময় ইতিহাসের প্রাচীন নিদর্শন এবং ইহার উন্নয়ন একান্ত জরুরি। তিনি আরও জানান ইতিমধ্যে অসম দর্শন স্কীমের মাধ্যমে ইতিমধ্যে ১০ লক্ষ টাকা এই রণটিলার জন্য অনুমোদন করা হয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় পিডব্লুডি, আসাম ট্যুরিজম থেকে ও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবী বিজু নাথ সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহ সভাপতি জহর লাল নাথ ও সুদীপ দেব। এছাড়াও রুদ্রানীর সভাপতি বিজুলাল মালাকার বিশিষ্ট সমাজ কর্মী ননী গোপাল নাথ , সনাতন দাস, সৌমিত্র নাথ, অষ্টম নাথ, আব্দুল হান্নান বড়ভুইয়া সহ এলাকার অন্যান‍্য  ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.