Header Ads

মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰের টেক্সাসে বন্দুক হামলার ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য মাৰ্কিন প্ৰেসিডেন্টের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰের টেক্সাসে বন্দুক হামলায় ২০ জনের হত হওয়ার ঘটনাকে  কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করে ঘটনার তীব্ৰ নিন্দা করেছেন মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
এদিকে শনিবারের এই হামলার ঘটনাকে ‘অভ্যন্ত্ৰরীণ সন্ত্ৰাস’ বলছে মাৰ্কিন সংস্থা এফবিআই। টেক্সাসের গভৰ্নর গ্ৰেগ অ্যাবোট হামলার ঘটনাটিকে ‘টেক্সাসের ইতিহাসের সবচেয়ে মারাত্মক দিন’ হিসেবে বৰ্ণনা করেছেন।

মাৰ্কিন গণমাধ্যমে জানানো হয়েছে- হামলাকারী প্যাট্ৰিক ক্ৰুসিয়াস অভিবাসী ও হিস্পানিক বিদ্বেষী। হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্ৰাইস্টচাৰ্চে মসজিদে হামলাকে সমৰ্থন জানিয়েছে ওই বন্দুকধারী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.