Header Ads

প্রাগজ্যোতিষ কলেজের বাংলা বিভাগে 'সাহিত্য কণিকা'র প্রথম খন্ড উন্মোচন

নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি : খুব সম্প্রতি নগরের প্রাগজ্যোতিষ কলেজের বাংলা বিভাগে "সাহিত্য কণিকার" প্রথম খন্ড উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন  হয়ে যায়। কলেজের কনফারেন্স হলে এই বইটি উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ ডঃ মনোজ কুমার মহন্ত ।এদিনের অনুষ্ঠানে সাথে ছিলেন কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ জগন্নাথ পাটগিরি ও বিভাগীয় প্রধান ডঃ জ্যোতির্ময় সেন গুপ্ত । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধাগোবিন্দ বড়ুয়া কলেজের বাংলা বিভাগের প্রধান মিহির মজুমদার সহিত গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক ছাত্র।উল্লেখ্য যে বইটি উন্মোচন করে ডঃ মনোজ কুমার মহন্ত একটি মনোজ্ঞ ভাষণ দেন ।বাংলা বিভাগের এই প্রচেষ্টাকে  সাধুবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে আরো এ ধরনের কাজ করতে উৎসাহ দেন ।এই বইটি  সম্পর্কে তার বক্তব্য বাংলা বিদ্যায়তনিক চর্চার ক্ষেত্রে এটি নিশ্চিত ভাবে একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা যা বর্তমান ও ভবিষ্যৎ এর কলেজের ছাত্র-ছাত্রীদের পাথেয় হবে  অনুষ্ঠানে ডঃ জগন্নাথ পাট গিরি,মিহির মজুমদার ছাত্র-ছাত্রীদের কাছে বইটির প্রয়োজনের কথা ব্যক্ত করেন। পঞ্চম ষান্মাসিকের ছাত্র পথিক রায় বলে যে, এটা তাদের মত ছাত্র-ছাত্রীদের কাছে  গর্বের বিষয় যে তাদেরই বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদের লেখা বই এবার তারা পড়তে পারবে ।সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরজিৎ সাহা ।সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাংলা সাহিত্যের ইতিহাস বইটির তথ্য তৈরিতে সাহায্য করেছেন বিভাগে কর্মরত অদৃতা শিকদার, দীপান্বিতা আচার্য, দীপ্তি ও সুরজিৎ সাহা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.