Header Ads

রাজ্যের মৰ্যাদা হারাল জম্মু ও কাশ্মীর, কাশ্মীর থেকে ভেঙে আলাদা হচ্ছে লাদাখ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্ৰ সরকার। পাশাপাশি কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দু জায়গাতেই দুজন লেফটেন্যান্ট গভৰ্নর নিয়োগ করা হবে। সোমবার কাশ্মীরে বিতৰ্কিত ৩৭০ ধারা বাতিলের বিরোধিতায় রাজ্যসভায় চলে তুমুল হই হট্টগোল। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন গুলাম নবি আজাদ সমেত অন্যান্য বিরোধীরা। এদিন রাজ্যসভার অধিবেশনে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ ৩৭০ ধারা বাতিলের প্ৰস্তাব দেওয়ার পর তীব্ৰ প্ৰতিবাদ দেখাতে থাকে বিরোধীরা। কোনওমতে বিবৃতিটি পড়ে শোনান স্বরাষ্ট্ৰমন্ত্ৰী। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
সংবিধান ছেঁড়ার অপরাধে মাৰ্শাল দিয়ে পিডিপি-র দুই সাংসদকে বার করে দিয়েছেন উপরাষ্ট্ৰপতি বেঙ্কাইয়া নাইডু। বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে রাজ্যসভায় ডাকা হয় মাৰ্শাল। কাশ্মীর পরিস্থিতির প্ৰেক্ষিতে অন্যান্য রাজ্যকেও নিশানা করতে পারে জঙ্গিরা, সেই আশঙ্কাতেই দেশের সব রাজ্যকে ইতিমধ্যেই নিরাপত্তা কড়া করতে বলা হয়েছে। এদিন মূল বৈঠকের আগে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির সঙ্গে আলাদা করে দেখা করে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ। স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর সঙ্গে দেখা করেন আইনমন্ত্ৰী রবিশঙ্কর প্ৰসাদও।

 কাশ্মীর ইস্যু নিয়ে সৰ্বদলীয় বৈঠক ডাকতে পারে কেন্দ্ৰ সরকার। কাশ্মীর ইস্যুতে স্বাধীনতা দিবসের আগে দিল্লি জুড়ে কড়া সতৰ্কতা জারি করা হয়েছে। উত্তরপ্ৰদেশ, ওড়িশা ও অসম থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। জম্মুও কাশ্মীরে আরও ৮ হাজার আধা সেনা মোতায়েন করা হয়েছে।

পি চিদম্বরম বলেছেন- সোমবারের দিনটি দেশের ইতিহাসের কালো দিন, এর মাধ্যমে দেশের অখণ্ডতা নষ্ট হওয়ার সূচনা হল। প্ৰাক্তন বিদেশ মন্ত্ৰা সুষমা স্বরাজ বলেছেন- সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত, প্ৰাক্তন অৰ্থমন্ত্ৰী অরুণ জেটলি বলেছেন- ঐতিহাসিক ভুল সংশোধন করা হল। এদিকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেছেন- জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন- আশা করছি কাশ্মীরে শান্তি ফিরবে। রাজ্যবৰ্ধন সিং রাঠোর বললেন- ঐতিহাসিক ভুল শোধরাল মোদি সরকার। মেহবুবা মুফতি বললেন- ভারতের গণতন্ত্ৰে কালো দিন, বিজেপির বেআইনি ও অসাংবিধানিক সিদ্ধান্ত। উপত্যকায় ৩৭০ ধার রদকে সমৰ্থন করেছে বিএসপি।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.