Header Ads

জম্মু ও কাশ্মীরের বিশেষ মৰ্যাদা রদ, কেন্দ্ৰ শাসিত অঞ্চল হবে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সোমবার সকালে কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীসভার বিশেষ কমিটির বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ,  বিদেশ মন্ত্রী এস জয়শংকর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।


বেলা সাড়ে দশটা নাগাদ জানা যায়, সংসদের উভয়কক্ষে বিবৃতি দেবেন অমিত শাহ। এরপর বেলা সাড়ে ১১ টা নাগাদ কাশ্মীর ইস্যুতে রাজ্যসভায় বিবৃতি দেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ। কাশ্মীরের উন্নয়নের জন্যই ৩৭০ ধারা প্ৰত্যাহারের কথা বলেন। থাকবে না জম্মু ও কাশ্মীরের বিশেষ মৰ্যাদা। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্ৰত্যাহার করতে রাষ্ট্ৰপতিকে সুপারিশ স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর। জম্মু ও কাশ্মীর নিয়ে আর একটি কেন্দ্ৰশাসিত অঞ্চল হবে।
কাশ্মীর ইস্যু নিয়ে বিলের প্ৰবল বিরোধীতায় সরব বিরোধীরা। বিরোধীদের হুলুস্থুলের মধ্যেই কোনওমতে বিবৃতি পড়নে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ।  ইতিমধ্যেই উপত্যকার বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আগামী মাসে রাষ্ট্ৰপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারতের ‘আগ্ৰাসন’ নিয়ে অভিযোগ জানাতে চলেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা জানাচ্ছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে পাক্সিতান নিজেই প্ৰকৃত নিয়ন্ত্ৰণরেখা বরাবর আটবার গোলাগুলি চালিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের বৰ্ডার অ্যাকশন টিম।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.