কাশ্মীর প্রশ্নে ভারতকে সমর্থন শুরু আরব দেশগুলির, সমর্থন আসছে পশ্চিমী দেশগুলি থেকেও
বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানকে সমর্থন করল সংযুক্ত আরবআমীরশাহি। এদিন তারা ভারত সরকারের জম্মু ও কাশ্মীরের ওপর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছে। সোমবার রাজ্যসভায় বিষয়টি নিয়ে বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশকেও বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়।
ভারতে নিযুক্ত ইউএই-র রাষ্ট্রদূত ড. আহমেদ অল বান্না বলেছেন, রাজ্যগুলির পুনর্গঠন স্বাধীন ভারতের ইতিহাসে একটি অনন্য ঘটনা নয়। যা মূলত আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই করা হয়। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি। মুসলিম প্রধান আরবব্লক থেকে এই ধরনের সমর্থন পাওয়া ভারতের অবস্থান আরও শক্ত হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্তে খুশি বৌদ্ধধর্মাবলম্বী প্রধান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেছেন, অবশেষে লাদাখ ভারতে রাজ্যের মর্যাদা পেল। প্রসঙ্গত লাদাখে বৌদ্ধধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় ৭০ শতাংশ। তিনি বলেছেন, প্রথম বৌদ্ধধর্মাবলম্বী প্রধান রাজ্য হিসেবে লাদাখ পরিগণিত হতে চলেছে। তবে তিনিও বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন।
কাশ্মীর নিয়ে ভারতের নতুন সিদ্ধান্তকে সমর্থন করেছেন ডাচ রাজনীতিক গার্চ ওয়াইল্ডার্স। তাঁর মতে পাকিস্তান হল ১০০ শতাংশ জঙ্গি রাষ্ট্র। সেখানে ভারতে গণতন্ত্র রয়েছে।
কোন মন্তব্য নেই