Header Ads

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্ৰধানমন্ত্ৰী, ভারতবাসীর উদ্দেশ্যে কি বাৰ্তা দেবেন মোদি সেদিকেই তাকিয়ে গোটা দেশ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্ৰধানমন্ত্ৰী। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কি ভারতবাসীর উদ্দেশ্যে কি বাৰ্তা দেবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশে। বিকেল চারটেয় ভাষণ দেবেন মোদি। পাক পদক্ষেপের পাল্টা জবাব মিলতে পারে মোদির ভাষণে। গত মঙ্গলবার লোকসভায় কাশ্মীর পুনৰ্গঠন বিল পাশ হয়েছে। তার আগে কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতৃত্বকে গ্ৰেফতার করা হয়েছে। তা নিয়ে প্ৰশ্ন চিহ্ন উঠেছে। তার পাশাপাশি পাকিস্তান এর বিরুদ্ধে সরব হয়েছে। ভারতীয় হাই কমিশনারকে ভারতে ফেরত পাঠানোর নিৰ্দেশ দিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি দিল্লিতেও থাকবে না পাকিস্তানের রাষ্ট্ৰদূত। বন্ধ থাকবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পৰ্ক। 

 ছবি, সৌঃ আন্তর্জাল
পাকিস্তান যে সব ব্যবস্থা নিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানকেও পাল্টা কি বাৰ্তা দিতে পারেন প্ৰধানমন্ত্ৰী সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। পাকিস্তান যদি কাশ্মীর ইস্যু নিয়ে আন্তৰ্জাতিক মহলে যান তাহলে ভারত কি ভাবে এই পরিস্থিতি সামাল দেবে তানিয়েও একটা ইঙ্গিত প্ৰধানমন্ত্ৰীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। 

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে দেশে বিমান বন্দরগুলিতে হামলা চালাতে পারে জইশ জঙ্গিরা এমনই আশঙ্কা করা হচ্ছে। হাত গুটিয়ে নেই ভারতীয় প্ৰশাসনও। দেশের ১৭টি বিমানবন্দর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দেশের বিভিন্ন বিমান বন্দরে জারি করা হয়েছে কড়া নজরদারি। এদিকে গত কয়েকদিনের কড়াকড়ির পর বৃহস্পতিবার কাশ্মীরের কিছু কিছু জায়গাতে বাজার বসেছে। কাশ্মীরের বাসিন্দারা মনে করছেন আর কিছু দিনের মধ্যে সমস্ব কিছু স্বাভাবিক হবে। কয়িদন আগে ১৪৪ ধারার থেকেও কড়া ছিল কাশ্মীরের অবস্থা। স্তব্ধ হয়ে গিয়েছিল স্বাভাবিক জনজীবন। ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে দৈনন্দিন জনজীবন। এখন প্ৰশ্ন হচ্ছে কাশ্মীরিরা কি ভারতের মূল স্ৰোতের সঙ্গে মিশে যাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.