Header Ads

বৰ্তমানে শারীরিক অবস্থা স্থিতিশিল প্ৰাক্তন অৰ্থমন্ত্ৰী অরুণ জেটলির

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বৰ্তমানে  শারীরিক অবস্থা স্থিতিশিল প্ৰাক্তন অৰ্থমন্ত্ৰী অরুণ জেটলির। শুক্ৰবার সকালে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে দিল্লির এইমস-এ ভৰ্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, কাৰ্ডিওলজি বিভাগে জেটলির চিকিৎসা চলছে। জেটলিকে দেখতে হাসপাতালে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি, স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্ৰী হৰ্ষবৰ্ধন গিয়েছেন। 

                                                                   ছবি, সৌঃ আন্তৰ্জাল
গত দু’ বছর ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। বেশ কয়েক মাস ধরে জেটলিকে তেমনভাবে জনসমক্ষে দেখা যায়নি। পরে জানা গেছে কিডনি ট্ৰান্সপ্ল্যান্ট হয়েছিল তাঁর। দীৰ্ঘদিন চিকিৎসার জন্য আমেরিকায় ছিলেন তিনি। সে সময় অস্থায়ী ভাবে অৰ্থ মন্ত্ৰকের দায়িত্বভার সামলেছেন রেলমন্ত্ৰী পীযুষ গোয়েল। তিনি অন্তৰ্বতীকালীন বাজেট পেশ করেন। লোকসভা নিৰ্বাচনের প্ৰচারেও অংশ নেননি জেটলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.