শনিবারই দলের নতুন সভাপতি নিৰ্বাচন সম্পন্ন করতে চাইছে কংগ্ৰেসের কাৰ্যকরী কমিটি
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ শনিবারই দলের নতুন সভাপতি নিৰ্বাচন সম্পন্ন করতে চাইছে কংগ্ৰেসের কাৰ্যকরী কমিটি। লোকসভা নিৰ্বাচনে পরাজয়ের দায় স্বীকার করে প্ৰায় মাস দুয়েক ধরে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। তারপর থেকেই কংগ্ৰেসের সভাপতির পদটি ফাঁকা পড়ে আছে। খবর পাওয়া যাচ্ছে কংগ্ৰেসের নতুন সভাপতি হিসাবে প্ৰবীণ নেতা মুকুল ওয়াসনিককে চয়ন করার জন১ ভাবা হচ্ছে, তবে তার আগে অৰ্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ফের একবার আলোচনা চাইছেন রাহুল গান্ধী। রাজ্যের কংগ্ৰেস নেতাদের সঙ্গে আরও পরামৰ্শ করে নতুন কংগ্ৰেস সভাপতি নিৰ্বাচন করা উচিত বলে মনে করছেন দলের সদস্যরা।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কংগ্ৰেসের রাজ্য ইউনিট এবং আইনসভা দলের নেতাদের নতুন দলের সভাপতি নিয়োগের পরামৰ্শের জন্য আমন্ত্ৰণ জানানো হবে।
ভারতের পুরনো রাজনৈতিক এই দলটির বেশিরভাগ সময় নেহরু- গান্ধী পরিবারেই সদস্য ছিলেন। তবে বৰ্তমানে গান্ধী পরিবারের ৩ সদস্য রাজনীতিতে সক্ৰিয় রয়েছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্ৰিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁরা প্ৰত্যেকেই এই প্ৰক্ৰিয়ার অংশ হতে অস্বীকার করেছেন।
প্ৰসঙ্গত, ৪৯ বছরের রাহুলকে পদত্যাগের সিদ্ধান্ত প্ৰত্যাহারের জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে গেলেও শেষ পৰ্যন্ত নিজের ভূমিকায় অটল থাকেন রাহুল। গত লোকসভা নিৰ্বাচনে হারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দলের সৰ্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী।
কোন মন্তব্য নেই