Header Ads

কাশ্মীর নিয়ে ভারতের পাশেই দাঁড়াল রাশিয়া, সংবিধানসম্মত ভাবেই ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মৰ্যাদার পরিবৰ্তন করেছে বিবৃতি বিদেশ মন্ত্ৰকের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কাশ্মীর নিয়ে ফের একবার আন্তৰ্জাতিক মঞ্চে কোণঠাসা হল পাকিস্তান। রাষ্ট্ৰসংঘ, চিনের পর এবার ভারতের পাশে রাশিয়াও। দু’ দেশকেই সংযত থাকার বাৰ্তা দিয়েছে রাশিয়া। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
রাশিয়ার বিদেশমন্ত্ৰক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে - ‘‘সংবিধানসম্মত ভাবেই ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেএষ মৰ্যাদার পরিবৰ্তন করেছে ও দুটি কেন্দ্ৰশাসিত অঞ্চলে ভাগ করেছে।’’ বিবৃতিটিতে আরও বলা হয়েছে- ‘‘ আমরা আশা করি যে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না। রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু সম্পৰ্কের পক্ষে সওয়াল করে আসছে।’’ মস্কোর এই প্ৰতিক্ৰিয়া নয়াদিল্লির অবস্থানকে আরও শক্তিশালি করল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.