Header Ads

গৃহবন্দি ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি, বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা

নয়া ঠাহর প্রতিবেদন : গভীর রাতে কাশ্মীর উপত্যকার তিন নেতা ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি ও সাজ্জাদ গণি লোনকে গৃহবন্দি করা হয়েছে। অসমর্থিত সূত্রের খবর, সিপিএম নেতা ইউসুফ তারিগামি ও কংগ্রেস নেতা উসমান মজিদকে গ্রেফতার করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। মধ্যরাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
রবিবার কাশ্মীরের মূলস্রোতের রাজনৈতিক দলগুলির নেতারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাড়িতে এক সর্বদলীয় বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে নেতারা, কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ হলে একযোগে তা প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি দুজনেই ট্যুইট করে তাঁদের গৃহবন্দি করার কথা জানিয়েছেন ।
রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন ভিন রাজ্য থেকে কাশ্মীরে আসা শ্রমিকেরা। রেলবিভাগ সূত্রের খবর, টিকিট পরীক্ষা নিয়ে কোনওরকম কড়াকড়ি করা হবে না । শ্রীনগর জেলায় সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কিস্তওয়ার, ডোডা, রেসাই ও উধমপুর জেলায় সব স্কুল বন্ধ  রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কোথাও কোন মিটিং,  মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।
কাশ্মীর নিয়ে কেন্দ্র কোন বড়সড় সিদ্ধান্ত নিতে পারে এবারে বলে অনুমান করা হচ্ছে। কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, কোনও সিদ্ধান্ত গোপনীয়ভাবে নেওয়া হবে না। যা হবে, সংসদে আলোচনা করেই হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.