Header Ads

বদলাতে পারে কাশ্মীরের ভবিষ্যত! ৩৭০/৩৫-এ ইস্যুতে ৬ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বললেন রাজ্যপাল

বিশ্বদেব চট্টোপাধ্যায় : শেষ পর্যন্ত এসেই গেল, ধারা ৩৭০ ও ৩৫-এ বিলুপ্ত করার ঘোষণা পত্রের সঙ্কেত। শেষপর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপালও, মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাকে কটাক্ষ করেছেন। কয়েকদিন আগে গভর্নর যেটি বলছিলেন তা বলা তিনি বন্ধ করে দিয়েছেন। যখন ভারতীয় সেনার মুভমেন্ট হচ্ছিল আর টুরিস্ট ও যাত্রীদের কাশ্মীর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল তখন গভর্নর বলছিলেন ৩৫-এ ও ৩৭০ ধারা নিয়ে কিছু হবে না। কিন্তু এখন গভর্নর তার সুর পুরোপুরি বদলে দিয়েছেন এবং মেহবুবা মুফতি ও অমর আব্দুল্লাদের কটাক্ষ করছেন। 
 জম্মু-কাশ্মীরের রাজ্যপাল গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন ৩৫-এ ধারার কি হবে তা উনি বলতে পারবেন না, এর জন্য সোমবার ও মঙ্গলবারের প্রতীক্ষা সবাইকে করতে হবে। অর্থাৎ ৫-৬ আগস্ট অবধি প্রতীক্ষা করতে হবে। অর্থাৎ নিজের সুর সম্পূর্ণভাবে বদলে নিয়েছেন রাজ্যপাল। কাশ্মীরে বড়ো কিছু ঘটতে পারে এর সংকেত স্পষ্ট পাওয়া যাচ্ছে। ৫ আগস্ট প্রধানমন্ত্রী নিজের সরকারি আবাসে সকাল ৯টা বেজে ৩০ মিনিটে ক্যাবিনেটের ক্রুশিয়াল বৈঠক ডেকেছিলেন, এর সাথে বিজেপির সব সাংসদকে সদনে থাকার জন্য হুইপ জারিও করা হয়েছে।
কাশ্মীর থেকে সকল যাত্রীদের ও টুরিস্টদের বায়ুসেনার সি-১৭ বিমানের সাহায্যে বের করে নেওয়া হবে এবং তারপর শুরু হবে পদক্ষেপ নেওয়া। রাজ্যপালও সঙ্কেত দিয়েছেন ৩৫-এ নিয়ে তাঁর কিছু করার নেই ও তিনি কিছু জানেন না, আর সবাইকে ৫-৬ আগস্টঅবধি প্রতীক্ষা করতে বলেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.