Header Ads

নতুন করে রিভেরিফিকেশনের নোটিশ, বিধানসভা ভঙ্গের দাবি আইনজীবী চৌধুরীর, প্রশ্ন এনআরসি তালিকা প্রকাশ পাবে তো ?


অমল গুপ্ত, গুয়াহাটিঃ

বিগত ২৩ জুলাই সুপ্রিমকোর্টে এন আর সি প্রধান প্রতীক হাজেলা জানিয়েছিলেন, অসমে প্রায় ৮০ লাখ মানুষের অর্থাৎ ২৭  ভাগ  রি ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে। আর দরকার নেই ,অথচ  এন আর সি এর  চূড়ান্ত তালিকা প্রকাশের কয়েকদিন আগে নগরবেড়া, বোকো, সনতলী,  গইরামারি প্রভৃতি  সংখ্যালঘু  এলাকায় হাজার হাজার মানুষের নামে নতুন করে রি ভেরিফিকেশনের শুনানির নোটিশ এসেছে,  বন্যার মাঝে মানুষ হাহাকার করছে, এরমধ্যে  ৪০০,৫০০ কিলোমিটার দূরে গিয়ে  শুনানির নোটিশ পেয়ে দারিদ্র্যপীড়িত মানুষ বিপদে  পড়ছেন। রোববার দিসপুর প্রেসক্লাবে  ব্রহ্মপুত্র  ভেলী  সিভিল সোসাইটি এর অন্যতম উপদেষ্টা  হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এই অভিযোগ  করে বলেন,  এন আর সি   তালিকা প্রকাশের আগে  মানুষ গুলুকে প্ররোচিত  করে  উত্ত্যক্ত করে   এন আর সি র  চূড়ান্ত  তালিকা যাতে প্রকাশ না পায় তার গভীর ষড়যন্ত্র হতে পারে।  
এন আর সি  সম্ম্মনক প্রতীক  হাজেলা কে অন্ধকারে রেখে   সরকারের  এন আর সি এর  স্থিতির   পক্ষ্যে  জেলার ডি সি ,এস পি  রা   এই নোটিশ  দেওয়ার পেছনে থাকতে পারে, তার অভিযোগ অধিকাংশ নোটিশ স্বাক্ষর নেই।  সভাপতি  আতোয়ার রহমান ,সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার  প্রমুখের  উপস্থিতিতে   বিশিস্ট আইনজীবী চৌধুরী  বিজেপি  দলের  দলের  সমালোচনা করে বলেন ,এন আর  সি ইস্যু  সুপ্রিমকোর্টের ইস্যু  সেখানে বিচার চলছে, সেই বিচারাধীন বিষয়ে বিধানসভা তে আলোচনা করা যায় না। তা আলোচনা করে বিজেপি সরকার সুপ্রিমকোর্টের অবমাননা করেছে,  সেই  বধানসভা  অবিলম্বে ভেঙে দেবার  জন্যে  রাজ্যপালের কাছে দাবি জানান  নাগরিক অধিকার  সুরক্ষা সমিতির  উপদেষ্টা  চৌধরী। এদিকে আজ  জন গোষ্ঠীও সমন্বয় পরিষদের পক্ষ্যে মুমিনুল আউয়াল এক সাংবাদিক সম্মেলনে  বলেন, আসাম চুক্তির আধারে ১৯৫১ সাল  থেকে ১৯৭১ পর্যন্ত রাজ্যে আসা ৫০ লাখ মানুষকে  নাগরিকত্ব  দেওয়া হয়েছে,  কিন্তু গড়িয়া মরিয়া ,দেশি,  চা জনগোষ্ঠী  প্রভৃতি   ভূমি পুত্র খিলাঞ্জিয়া মানুষের   নাম   বাদ পড়ে গেছে।  তাদের ও অসম চুক্তির ৬  ধারা মেনে সাংবিধানিক রক্ষা কবচ এর  ব্যবস্থা করতে হবে।     এন আর সি র  তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে    ব্যাপক চর্চা  চলছে। প্রশ্ন উঠেছে  এই সময় নতুন করে  রি ভেরিফিকেশন এর নোটিশ   দেওয়া হল, তা  আর ২০ দিনের মধ্যে সম্পুর্ণ হবে কি? ৩১আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে তো?  কংগ্রেস সহ সব মহলের একই প্রশ্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.