পৃথক রাজ্য গঠনের দাবিতে সরব ডিমা হাসাও জেলা কংগ্রেস
বিপ্লব দেব, হাফলংঃ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা বাতিল করে জম্মু কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার সিদ্ধান্তের পর এবার সংবিধানের ২৪৪(এ) অনুচ্ছেদ অনুসারে ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে পুনরায় সরব হয়ে উঠল ডিমা হাসাও জেলা কংগ্রেস।
মঙ্গলবার হাফলং রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি নির্মল লাংথাসা ও সহ-সভাপতি দেপোলাল হোজাই এক সাংবাদিক সন্মেলন ডেকে বলেন জম্মু কাশ্মীর পূর্ণগঠন ও ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষনা করা হলে এবার ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে নিয়ে ২৪৪(এ) অনুচ্ছেদ অনুসারে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিকে গুরুত্ব দিয়ে এর সফল রূপায়নের দাবি জানায় নির্মল লাংথাসা। সাংবাদিক সন্মেলনে দেপোলাল হোজাই বলেন ডিমা হাসাও কার্বি-আংলং জেলার মানুষের দীর্ঘদিনের পৃথক রাজ্যের দাবি মেনে নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। কারন পৃথক স্বশাসিত রাজ্যের জন্য কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলার সীমানা নির্ধারণ করার কোনও প্রয়োজন নেই কারণ ১৯৭১ সালেই এই দুটি জেলার সীমানা নির্ধারণ করে রাখা হয়েছে। দেপোলাল বলেন এই পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে দীর্ঘ তিন দশকের বেশী সময় ধরে আন্দোলন চলছে এমনকি পৃথক স্বশাসিত রাজ্যের দাবিতে কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলায় শ্বসত্র আন্দোলন করে ডিএইচডি ও কে এন এল এফ ইউপিডিএসের মত জঙ্গি সংগঠন। এমনকি স্বশাসিত রাজ্য গঠনের নিয়ে পাহাড়ি জেলার বিভিন্ন দল সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে বলে মন্তব্য করে দেপোলাল হোজাই বলেন কেন্দ্রীয় সরকার পৃথক রাজ্যের দাবির সফল রূপায়ন করে ডিমা হাসাও ও কার্বি-আংলং অর্থনৈতিক দিকটি উন্নত করা উচিত আর তা একমাত্র সম্ভব পৃথক স্বশাসিত রাজ্য গঠনের মাধ্যমে। তাই অবিলম্বে জম্মু কাশ্মীরের মত ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে নিয়ে ২৪৪(এ) অনুচ্ছেদ অনুসারে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের বিষয়টি গুরুত্ব এর সফল রূপায়নের দাবি জানান নির্মল লাংথাসা ও দেপোলাল হোজাই।
কোন মন্তব্য নেই