Header Ads

ফাুরুক আবদুল্লাকে গ্রেফতার বা আটক কোনওটাই করা হয়নি, মঙ্গলবার সংসদে বললেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ফারুক আব্দুল্লাকে আটক বা গ্ৰেফতার কোনওটাই করা হয়নি। মঙ্গলবার লোকসভায় বিরোধীদের প্ৰশ্নের উত্তরে একথাই জানান কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ। ফারুক আবদুল্লাকে আটক বা গ্ৰেফতার করা হয়ে কিনা তা নিয়ে সংসদ তোলপাড় হওয়ার কিছুক্ষণ পরই প্ৰকাশ্যে আসতে দেখা যায় ফারুককে। মঙ্গলবার তিনি জানান- ‘নিজের বাড়িতেই আটকে রয়েছি। গত দুদিন ধরে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না আমায়।’


 কাশ্মীরে ৩৭০ ধারা যেভাবে বাতিল করা হল তার তীব্ৰ নিন্দা করেছেন তিনি। এদিকে মঙ্গলবার লোকসভাতেও পাশ হয়ে গেল কাশ্মীর পুনৰ্গঠনের বিল। সবচেয়ে বিষ্ময়ের ব্যাপার এই বিলের পক্ষে ভোট দিয়েছেন কংগ্ৰেসের হেভিওয়েট নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিকে মঙ্গলবার অমিতের বক্তব্যের বিরোধীতা করেন কংগ্ৰেস নেতা অধীন রঞ্জন চৌধুরি। তিনি অভিযোগ তুলে বলেন- জম্মু ও কাশ্মীরকে কেন্দ্ৰ শাসিত অঞ্চলে পরিণত করে সরকার আইন লঙ্ঘন করছে। এটা অভ্যন্তরীণ বিষয় নয় বলে মন্তব্য করলে স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েন কংগ্ৰেসের শীৰ্ষ নেতৃত্ব, অস্বস্তিতে পড়েন সোনিয়া গান্ধি। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী।

এদিকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের পর উপত্যকার পৰ্যটন শিল্পে কোটি কোটি টাকার লোকসান হওয়ার আশঙ্কা করছে ট্ৰেভেল এজেন্সিগুলো। পৰ্যটকরা কাশ্মীর ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল করছেন। উপত্যকার ভবিষ্যত কি হবে তা একমাত্ৰ সময়ই বলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.