ফোনে দেওয়া তিন তালাক মানতে চাননি তাই জ্যান্ত পুড়িয়ে মারা হল স্ত্রীকে
নয়া ঠাহর প্রতিবেদন : স্বামী নাফিসের ফোনে দেওয়া তিন তালাক মানতে চাননি ২২ বছরের তরুণী সায়েদা। সাহস করে গিয়েছিলেন পুলিশের কাছেও। তারই খেসারত দিলেন কয়েকদিন পর।
সায়েদাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন মিলে সায়েদাকে তাঁর পাঁচ বছরের মেয়ে ফতিমার সামনে জ্যান্ত পুড়িয়ে মারল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শ্রাবন্তী জেলার গাদরা গ্রামে গত শুক্রবার।
পাঁচ বছরের ফতিমা কিভাবে তার মাকে মারা হয়েছে তা জানিয়েছে পুলিশকে । ফতিমার কথায়, তার বাবা নাফিস (২৬) নমাজ সেরে বাড়ি ফিরে আসে গত শুক্রবার। এসেই ব্যাপক মারধর করে সায়েদাকে। এরপর তার দাদু আজিজুল্লা ঠাকুমা হাসিনা ও দুই পিসি গুড়িয়া ও নাদিরা মিলে কেরোসিন ঢেলে দেয় তার মায়ের গায়ে। দাদু ও ঠাকুমা মিলে আগুন লাগায় ফতিমার মায়ের গায়ে। সায়েদার বাবা রমজান খান নাফিস ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
কোন মন্তব্য নেই