Header Ads

ভারতীয় ক্ৰিকেট দলের ওপর হামলা হতে পারে, বেনামি হুমকি মেল পাক ক্ৰিকেট বোৰ্ডের কাছে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজে সফররত ভারতীয় ক্ৰিকেট দলের ওপর হামলা হতে পারে। ইমেলে হুমকি এসেছে পাকিস্তান ক্ৰিকেট বোৰ্ড (পিসিব)-এর কাছে। তৎক্ষণাৎ পিসিবি সেই বেনামি মেলটি ফরওয়াৰ্ড করে আইসিসি এবং বিসিসিআইকে। মেল পাওয়ার সঙ্গে সঙ্গে বিসিসিআই তা জানায় স্বরাষ্ট্ৰমন্ত্ৰককে। পাশাপাশি তা জানানো হয় অ্যান্টিগায় ভারতীয় দূতাবাসের সঙ্গে। দূতাবাসের মাধ্যমে হুমকির কথা জানানো হয় অ্যান্টিগা প্ৰশাসনকে। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের নিরাপত্তা বাড়ানো হয়। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় ভারতীয় ক্রিকেট মহলে। আটোসাটো করা হয় হোটেলের আশেপাশে এলাকা, প্ৰ্যাকটিস এবং মাঠের নিরাপত্তা ব্যবস্থা। সাম্প্ৰতিক কাশ্মীরে ৩৭০ ধারা উঠিয়ে দেওয়ার প্ৰতিবাদে দেশ জুড়ে হামলার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা থেকে বাদ যাচ্ছেন না ক্ৰিকেটাররাও। ক্ৰিকেটারদের উদ্দেশ্যে করা এই হুমকি মেলকে হালকা ভাবে নিচ্ছে না বিসিসিআই। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল

অন্যদিকে আরেকটি বিষয় লক্ষ্যনীয়, ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পৰ্ক যতই তেতো হোক না কেন টিম ইন্ডিয়াকে এযাত্ৰা সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছে সেদেশের ক্ৰিকেট বোৰ্ড। বেনামি এই মেলকে হালকা ভাবে নেয়নি প্ৰতিবেশী দেশের ক্ৰিকেট সংস্থাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.