Header Ads

যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সতৰ্কতা জারি দিল্লি সরকারের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ টানা বৃষ্টিতে যমুনা নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় সতৰ্কতা জারি করা হয়েছে দিল্লিতে। দিল্লি ছাড়াও সতৰ্কতা জারি করে হয়েছে হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরপ্ৰদেশের বেশ কিছু জায়গায়। হরিয়ানার হথনিকুণ্ড বাঁধ থেকে গতকাল সন্ধ্যেবেলা ৮ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যমুনা নদীতে। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
সোমবার সকালে যমুনা নদীর জলস্তর ছিল ২০৪.৭০ মিটার(সতৰ্কতা স্তর ২০৪.৫০ মিটার)। ইতিসধ্যেই নীচু এলাকা এবং যমুনা নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী লোকজনকে সেখান থেকে সরিয়ে অন্যত্ৰ স্থানান্তর করার নিৰ্দেশ দিয়েছে দিল্লি সরকার।
আগামী ২৪ ঘন্টায় জলের স্তর আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিয়ালের নেতৃত্বে উচ্চ পৰ্যায়ের বৈঠক ডাকা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.