অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত হল ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার বাংলা গল্প বিষয়ক আলোচনা সভা, বাংলা ছোট গল্পে এনআরসি-র প্ৰভাব
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ রোববার বিকেলে পানবাজারের ইতিহাস ও পুরাতত্ব বিভাগের প্ৰক্ষাগৃহে সাহিত্য অকাদেমি এবং বাংলা সাহিত্য-সংস্কৃতি সমাজ, গুয়াহাটির উদ্যোগে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার বাংলা গল্প নিয়ে আলোচনা সভা হয়। এদিনের অনুষ্ঠানে প্ৰধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অসমিয়া সাহিত্যিক নিরুপমা বরগোহাঁই। ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় বাংলা সাহিত্য চৰ্চা নিয়ে বহু অজানা কথা তিনি জানতে পেরে আনন্দ প্ৰকাশ করেন।
মঞ্চে উপস্থিত ছিলেন সাংবাদিক তথা এতদ অঞ্চলের অন্যতম পুরনো ছোট পত্ৰিকার প্ৰধান সম্পাদক উদয়ন বিশ্বাস, দৰ্শকের আসনে উপস্থিত ছিলেন সাংবাদিক তথা লেখিকা সুপৰ্ণা লাহিড়ি বড়ুয়া, এছাড়াও বিভিন্ন কলেজের অধ্যাপক তথা সাহিত্যানুরাগীদের অনুষ্ঠানে উপস্থিতি ছিল। ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় বাংলা সাহিত্য নিয়ে বক্তব্য রেখেছেন প্ৰবীণ সাংবাদিক উদয়ন বিশ্বাস। অসম সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি ড০ ধ্ৰুবজ্যোতি বরা মঞ্চে বসেননি তবে তাঁকে দুচার কথা বলতে অনুরোধ করা হলে তিনি অসমে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় বাংলা সাহিত্য কি হচ্ছে তা জানার কোনও যোগসূত্ৰ নেই বলে মন্তব্য করেন। এছাড়াও নিয়মিত পত্ৰিকা না থাকার জন্য বাংলায় কি কি গল্প উঠে আসছে তাও জানা যাচ্ছে না। এদিনের অনুষ্ঠানে শিলচরের গল্পকার শেখর দাসের কথা তিনি উল্লেখ করেন। তার লেখা গল্পের বই অসমিয়ায় অনুবাদ হয়েছে এবং তা সকলের কাছে সমাদৃতও হয়েছে বলে তিনি জানান। এদিনের অনুষ্ঠানে এসে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার বাংলা সাহিত্য সম্পৰ্কে জানতে পেরে আরও জানার আগ্ৰহ তাঁর বেড়েছে বলে মন্তব্য করেছেন ড০ বরা।
এদিনের অনুষ্ঠানে সময়মতো পৌঁছতে পারেননি সাহিত্য অকাদেমি পূৰ্বাঞ্চল আঞ্চলিক সচিব ড০ দেবেন্দ্ৰ কুমার দেবেশ। তবে পরে তিনি এতো সুন্দর একটি আলোচনা সভা আয়োজন করার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করেন। ভবিষ্যতেও ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় বাংলা সাহিত্য চৰ্চা নিয়ে আরও কাজ করার ইচ্ছা প্ৰকাশ করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে গত ৪০ বছরে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় কি কি ছোট পত্ৰ পত্ৰিকা বেড়িয়েছে, বাংলা গল্প লেখকদের সমস্ত বিবরণ তুলে ধরেন অধ্যাপক ড০ প্ৰসুন বৰ্মণ, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার বাংলা গল্পে গত চার পাঁচ বছরে এনআরাসি-র প্ৰভাব কিভাবে পড়েছে তার বিবরণ তুলে ধরেন অনুবাদক তাপস পাল। এদিনের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিশিষ্ট রবীন্দ্ৰ গবেষক ও সমালোচক ড০ উষারঞ্জন ভট্টাচাৰ্য।
এদিনের অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ-এর সাধারণ সচিব গৌতম ভট্টাচাৰ্য।
কোন মন্তব্য নেই