Header Ads

চিকিৎসা ক্ষেত্ৰে সংকটপূৰ্ণ যত্ন, সময় এবং সিদ্ধান্ত নিয়ে আলোচনা সভা

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ অ্যাডভান্স হেল্‌থ কোয়ার ফাউন্ডেশন এবং বেলে ভিউ ক্লিনিক-এর উদ্যোগে ৯, ১০ এবং ১১ আগস্ট তিন দিনের কলকাতা আইসিসিআর-এ চিকিৎসকদের সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ২৫০র ও বেশি অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকরা যোগ দিতে চলেছেন। 


ডাক্তারদের বিশাল এই কনফারেন্সের থিম হচ্ছে ‘ ক্ৰিটিকেল কেয়ার ক্ৰিটিকেল টাইম ক্ৰিটিকেল ডিসিশনস।’ চিকিৎসা ক্ষেত্ৰে সংকটপূৰ্ণ যত্ন, সংকটপূৰ্ণ সময় এবং সংকটপূৰ্ণ সিদ্ধান্তের ওপর চিকিৎসকরা আলোচনা করবেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.