Header Ads

মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনৰ্গঠন বিল পেশ হতেই সোমবারের মতই ফের উত্তাল হল সংসদ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ঘিরে তোলপাড় গোটা দেশ। মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনৰ্গঠন বিল পেশ হতেই সোমবারের মতই ফের উত্তাল হয় সংসদ। শাসক দল এবং বিরোধীদের মধ্যে চলে তীব্ৰ তৰ্ক বিতৰ্ক। কংগ্ৰেস দাবি করে, জম্মু ও কাশ্মীরের পুনৰ্গঠন নিয়ে সেখানকার বিধানসভায় কোনও আলোচনা না করে একতরফাভাবে বিল আনা হচ্ছে, যা অনৈতিক।


 স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহের দাবি, রাষ্ট্ৰপতির ৩৭০ অনুচ্ছেদ খারিজের ক্ষমতা রয়েছে। কংগ্ৰেস আমলেও উপত্যকায় দু বার রাষ্ট্ৰপতির অধিকার প্ৰয়োগ করা হয়েছিল। জম্মু ও কাশ্মীর পুনৰ্গঠন বিল লোকসভায় পাশ হবে বলে আশাবাদী স্বরাষ্ট্ৰমন্ত্ৰী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.