Header Ads

জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ করে দেওয়া অসাংবিধানিক কিছু নয়, মত সংবিধান বিশেষজ্ঞদের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারাকে বাতিল করে দেওয়া অসাংবিধানিক নয় বলে মত সংবিধান বিশেষজ্ঞদের। তাঁদের কথায় কেন্দ্ৰে মোদি সরকার নিজের এক্তিয়ারের মধ্যে থেকেই এই পদক্ষেপ করেছে। সংবাদ মাধ্যমের প্ৰশ্নের জবাবে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ সভাষ কাশ্যপ বলেছেন- ‘সরকার যে পদক্ষেপ করেছে তাতে সাংবিধানিক ভাবে কোনও ভুল নেই। কোনও আইনি বা সাংবিধানিক ত্ৰুটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার খুব সতৰ্ক হয়ে সাত পাঁচ বিষয় বিবেচনা করে যা করার করেছে।’

বিশিষ্ট আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ হরিশ সালেভের মতেও সরকার কোনও অসাংবিধানিক কাজ করেনি। সরকারের এই এক্তিয়ার রয়েছে। তিনি বলেন- ৩৭০ ধারার ৩ নম্বর অধিনিয়মেই বলা হয়েছে যে রাষ্ট্ৰপতি চাইলে (সরকার পরামৰ্শক্ৰমে) এই ধারার প্ৰয়োগ রদ করতে পারেন।
বিজেপি সরকারের এই পদক্ষেপকে কংগ্ৰেস, তৃণমূল, সিপিএম অসাংবিধানিক আখ্যা দিয়েছে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের দাবিতে পথে নেমেছে সিপিএম-এর নেতা এবং সদস্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.