Header Ads

দেশের বিভিন্ন আদালতে কয়েক কোটি নিষ্পত্তিহীন মামলা পড়ে রয়েছে :রঞ্জন গোগোই




 নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি। দেশের বিভিন্ন আদালতে প্রায় তিন কোটির বেশী নিষ্পত্তিহীন মামলা  পড়ে রয়েছে ।এছাড়াও  নিম্ন আদালতে ৬হাজার বিচারের পদ খালী রয়েছে ।একইভাবে উচ্চ ন্যায়ালায়ে ৪০৩টি পদ  খালি রয়েছে যার জন্য বিচার প্রক্রিয়াতে দেরী হয়।রবিবারে গুয়াহাটি উচ্চ ন্যালয়ের  প্রেক্ষাগৃহের আধার শিলা স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথাই বলেন দেশের প্রাধান বিচারপতি রঞ্জন গোগোই।তিনি আরও বলেন যে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ২৫বছর পুরনো মামলা রয়েছে ১০৯টি।আর সমগ্র দেশে ৫০বছর পুরোনো মামলা রয়েছে ১হাজার।২৫বছর পুরানো মামলা রয়েছে ২লাখ। এ প্রসঙ্গে  রঞ্জন গোগোই  দেশের বিচারপতিদের কার্যকাল ৬৫ বছর পর্যন্ত বৃদ্ধি করার কথা বলেন ।যাতে মামলার  নিষ্পত্তিকরণ তাড়াতাড়ি করতে পারা যায়। তিনি আরো বলেন যে সমগ্র দেশের  ৯০ লাখ দেওয়ানী মামলা রয়েছে এর মধ্যে ২০ লাখ মামলার শমন জারি করা হয়নি ।এবং ২ কোটি ১০ লাখ ফৌজদারি মামলা রয়েছে  এর মধ্যে ১লাখ ফৌজদারি মামলার শমান ও জারি করা হয়নি। তিনি গৌহাটি উচ্চ ন্যায়ালায়ের প্রধান বিচারপতিকে শীঘ্রই সমস্ত পরে থাকা।মামলার নিস্পত্তিকরনের।নির্দেশ দেন।এই অনুষ্ঠানে  কেরালা উচ্চ ন্যায়ালয়ের  প্রধান বিচারপতি ঋষিকেশ রায় ,গৌহাটি উচ্চ ন্যায়ালয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অরূপ কুমার গোস্বামী, গৌহাটি উচ্চ ন্যায়ালায়ের অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি অজিত সিংহের সাথে অন্যান্য অনেক বিচারপতিরা উপস্থিত ছিলেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.