Header Ads

কাশ্মীর নিয়ে হাই লেভেল মিটিং-এর পর হাসিমুখে অজিত ডোভাল, দেশকে প্রস্তুত থাকার নির্দেশ

বিশ্বদেব চট্টোপাধ্যায় : সংসদে কাশ্মীরকে নিয়ে হাই লেভেলের মিটিং-এর পর অনেক গুলো খবর একসাথে সামনে এসে গেছে। প্রথম খবর হলো ৫ আগস্ট প্রধানমন্ত্রী সকালেই নিজের আবাসে ক্রুশিয়াল মিটিং ডেকেছেন। পাশাপাশি এই খবরটিও সামনে এসছে যে ভারতীয় জনতা  পার্টি নিজের সব সংসদকে হুইপ জারি করে সংসদে হাজির থাকতে নির্দেশ দিয়েছে। এছাড়া আজ সকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক গুলো হাই লেভেলের মিটিং করেছেন। সকালেই অমিত শাহ ও গৃহ সচিব এর সঙ্গে রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের মিটিং হয়েছে।
কয়েক ঘন্টা ধরে মিটিং চলার পর সংসদ থেকে বেরোনোর সময় অজিত ডোবালকে হাসি মুখে দেখা যায়, দেখে মনে হচ্ছিল তিনি অনেক আত্মবিশ্বাসে রয়েছেন। ওনার হাসি দেখে অনেকের মনে হয়েছে বড় কিছু ঘটতে চলেছে, যার বিষয় শুধুমাত্র অনুমান করা যেতে পারে কিন্তু আসলে কি হবে তা সময়ে বলবে।
সরকার ও, সেনা অ্যাকশন মুডে রয়েছে, দেশ ভবিষ্যত পরিবর্তনের দিকে কোনো পদক্ষেপ নিতে পারে। পাকিস্তান যাতে কোনো সমস্যা না করতে পারে তার জন্য এলওসি তে বোফোর্স কামানও নামানো হয়েছে। গতকাল ভারতের সেনা পাকিস্তানের এলিট ফোর্সের ৭ কমাণ্ডোকে খতম করেছে। পাকিস্তানের ৭ কামান্ডো প্রেরণ করা হয়েছিল ভারতকে তার সুপরিকল্পিত রাস্তা থেকে সরানোর জন্য। যদিও পাকিস্তান ষড়যন্ত্রে সফল হতে পারেনি। সেনা থেকে সরকার সকলেই প্রস্তুত আর এখন অজিত ডোভালের হাসি যেন দেশের জনগণকে প্রস্তুত থাকারই ইঙ্গিত দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.