কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সংবাদমাধ্যম দাঁড়াল পাকিস্তান সরকারের পাশেই
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সরকারের অবস্থানের পাশেই দাঁড়াল সে দেশের সংবাদমাধ্যম । পাকিস্তানের সব সংবাদপত্রের প্রথম পাতাতেই স্থান করে নিয়েছে জন্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের খবর । কঠোর ভাষায় পাক মিডিয়া ভারতকে দোষারোপ করেছে । কারও কারও মতে , কাশ্মীর ইস্যুর সমাধান করতে ব্যর্থ হল ভারত ।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সরকারের অবস্থানের পাশেই দাঁড়াল সে দেশের সংবাদমাধ্যম । পাকিস্তানের সব সংবাদপত্রের প্রথম পাতাতেই স্থান করে নিয়েছে জন্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের খবর । কঠোর ভাষায় পাক মিডিয়া ভারতকে দোষারোপ করেছে । কারও কারও মতে , কাশ্মীর ইস্যুর সমাধান করতে ব্যর্থ হল ভারত ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
পাকিস্তানের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ' দ্য ডন ' -এর বক্তব্য, ভারত কাশ্মীর নিয়ে খোলাখুলি অবস্থান নিয়েছে । ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা হরণ করেছে । ' দ্য ডন '-এর অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান পাকিস্তান সংসদে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন ।
পাকিস্তানের দৈনিক ' দ্য নেশন ' লিখেছে, ভারত জোর করে 'অধিকৃত কাশ্মীর ' -এর বিশেষ মর্যাদা কেড়ে নিল । ' 'এক্সপ্রেস ট্রিবিউন '- লিখেছে,৫ আগস্ট কাশ্মীরের ইতিহাসে কালো দিন । ' পাকিস্তান টুডে '-এর মন্তব্য, নয়াদিল্লি আবার কাশ্মীর সমস্যা সমাধানে ব্যর্থ হল ।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , জন্মু কাশ্মীর নিয়ে বিল পেশ করার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান সরকার । তাঁরা বলেছিল, ভারতের বেআইনি ও একতরফা পদক্ষেপের বিরুদ্ধে সম্ভ্যাব্য সব পদক্ষেপ নেবে পাক সরকার ।
পাকিস্তানের বিদেশ দফতর থেকে ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়াকে ডেকে জন্মু-কাশ্মীর নিয়ে কড়া বার্তা দিয়েছিল পাকিস্তান । পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বেআইনি ।
বাংলাদেশের সংবাদমাধ্যমেও প্রথম পাতা দখল করেছে কাশ্মীর ইস্যু । বাংলাদেশ সংবাদমাধ্যমের ভূমিকা অনেকটাই নিরপেক্ষ ।
কোন মন্তব্য নেই