Header Ads

বরাক ভ্যালি মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক প্রকাশ

নয়াঠাহর প্রতিবেদন, কাটাখাল : বরাক ভ্যালি মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার। হাইলাকান্দি জিলা জনসংযোগ বিভাগীয়দের উপস্থিতিতে ফিতা কেটে কার্যালয়ের দ্বারোদঘাটন করেন বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের সিইও মুখেশ আগরওয়াল। বিকেল আয়োজিত হয় উদ্বোধন সভা। অনুষ্টানে যোগ দেন যুবদর্পন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক দিলু দাস এবং দৈনিক নববার্তা প্রসঙ্গের  নিউজ এডিটর মৃণঈল সরকার সহ বিভাগীয় বরিষ্ট কর্তা প্রদীপ রায় সহ স্থানীয় সাংবাদিক এবং সংস্থার কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.