Header Ads

সিকিমেও ফুটল পদ্ম , বিরোধী ১০ এসডিএফ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

নয়া ঠাহর প্রতিবেদন : মোট ৩২ বিধায়কদের রাজ্য সিকিমেও থাবা বসাল গেরুয়া শিবির। সিকিমের বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের দশ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। এসডিএফ বিধায়করা যোগ দেওয়ায় সিকিমে প্রধান বিরোধী দল হয়ে দাঁড়াল বিজেপি। গত বিধানসভা নির্বাচনে সিকিমে একটি আসনও জেতেনি বিজেপি ।
১৩ বিধায়কদের দল এসডিএফ -এর দশ বিধায়ক বিজেপি শিবিরে যোগ দিলেও যোগ দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এসডিএফ প্রধান পবন কুমার চামলিং। টানা ২৫ বছর ধরে সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন পবন কুমার চামলিং। এবার তাঁর দল ক্ষমতা খুইয়েছিল সিকিম ক্রান্তিকারি মোর্চার কাছে। সিকিম ক্রান্তিকারি মোর্চা জেতে ১৭ আসনে।
গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তিনবারের মন্ত্রী ও টানা পাঁচবারের বিধায়ক দোর্জি শেরিং লেপচা ও টানা তিনবারের বিধায়ক উগেন গিয়াৎসোও । দোর্জি শেরিং লেপচা যোগ দিয়ে জানিয়েছেন, তাঁরা চান এবার পদ্ম ফুটুক সিকিমে।

No comments

Powered by Blogger.