Header Ads

কাশ্মীর প্রসঙ্গে রাহুল গান্ধীকে তোপ সেখানকার রাজ‍্যপাল সত‍্যপাল মালিকের


 নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ গত শনিবার জম্মু ও কাশ্মীরে হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেসের সদ‍্য প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তারই প্রেক্ষিতে রাহুল কে তোপ দিলেন সেখানকার রাজ‍্যপাল সত‍্যপাল মালিক। সোমবার জম্মুতে সাংবাদিক দের করা প্রশ্নের জবাবে রাজ‍্যপাল বলেন- তিনি রাহুলকে আমন্ত্রণ জানাচ্ছেন, তাঁর জন‍্য দিল্লিতে প্লেন পাঠাতেও রাজি। তিনি কাশ্মীরে আসুন দেখে যাক পরিস্থিতি। রাহুল প্রসঙ্গে তিনি আরও বলেন, রাহুলকে তিনি একজন দায়িত্বশীল নেতা হিসেবেই জানেন, তাঁর এ ধরনের কথা বলা উচিত হচ্ছে না। 
ছবি, সৌঃ আন্তর্জাল
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ এবং রাজ‍্যকে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার প্রশ্নে গোড়া থেকেই আপত্তি জানাচ্ছে পুরনো দল কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য উপত‍্যকার মানুষের মতামত না নিয়েই একতরফা পদক্ষেপ করেছে বিজেপি সরকার। এইসব অভিযোগের রাজনৈতিক মোকাবিলা করছে । এবার রাজ‍্যপালও তাতে সামিল হয়েছেন।  উপত‍্যকায় ৩৭০ধারা বিলোপের প্রসঙ্গে এদিন রাজ‍্যপাল বলেন, এই পদক্ষেপের পেছনে কোনও ধর্মীয় বা সাম্প্রদায়িক কারণ নেই। কাশ্মীর তথা গোটা ভারতের সব নাগরিকের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। লেহ, কারগিল, রাজৌরি, পুঞ্চ কোথাও সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.