Header Ads

হিমাচলে বৃষ্টিপাতের জেরে মৃত ২২

নয়া ঠাহর প্রতিবেদন : হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাতের জেরে মারা গেলেন ২২ জন। আহতের সংখ্যা ৯।
সিমলা জেলা ম্যাজিস্ট্রেট অমিত কাশ্যপ সিমলায় ব্যাপক বৃষ্টিপাত ও ধসের জেরে সোমবার স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুইদিনও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুলু এলাকায়ও সোমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।
আটজন মারা গেছেন সিমলায় । দুইজন করে মারা গেছেন কুলু, সিরমোর, সোলান ও চাম্বা জেলায়। একজন করে মারা গেছেন উনা ও লাহুল- স্পিতি জেলায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.