উন্নাও ধৰ্ষণ কাণ্ডঃ দু সপ্তাহের মধ্যে ধৰ্ষিতার গাড়ি দুৰ্ঘটনার তদন্ত শেষ করতে হবে সিবিআইকে, নিৰ্দেশ সুপ্ৰিম কোৰ্টের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ উন্নাওয়ের ধৰ্ষিতার গাড়ি দুৰ্ঘটনার ব্যাপারে তদন্ত শেষ করতে সোমবার সিবিআইকে আরও দু সপ্তাহ সময় দিল সুপ্ৰিম কোৰ্ট। ধৰ্ষিতা এবং তাঁর আইনজীবীর বয়ান এখনও রেকৰ্ড করা সম্ভব হয়নি বলে শীৰ্ষ আদালতের কাছে আরও চার সপ্তাহ সময় চেয়েছিল কেন্দ্ৰীয় গোয়েন্দা সংস্থা। তারা আদালতকে জানায়- এখনও আইনজীবীর অবস্থা সংকটজনক। তিনি এখনও বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই। সেই প্ৰেক্ষিতে সিবিআইকে এই মামলার তদন্ত শেষ করার জন্য আরও দুসপ্তাহের সময় দেয় আইনজীবী দীপক গুপ্ত এবং অনিরুদ্ধ বসুর বেঞ্চ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
চিকিৎসার খরচের জন্য যোগী আদিত্যনাথের সরকারকে আইনজীবীকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নিৰ্দেশ দিয়েছে শীৰ্ষ আদালত। পাশাপাশি উন্নাওয়ের পরিবারকে এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলারও নিৰ্দেশ দিয়েছে সুপ্ৰিম কোৰ্ট।
এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উন্নাওয়ের গণধৰ্ষিতা। কিছুদিন আগে উত্তরপ্ৰদেশের রায়বরেলিতে তাঁর গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে একটি ট্ৰাক। তিনি ছাড়াও গাড়ির আরও দুই আরোহী তাঁর মা, কাকিমা ও আইনজীবী মহেন্দ্ৰ সিং গুরুতরভাবে আহত হন। পরে কাকিমার মৃত্যু হয়।
কোন মন্তব্য নেই