Header Ads

সংরক্ষণ নিয়ে বিতর্ক হোক, আরএসএস-বিজেপি-সরকারকে আলাদা করলেন ভগবত

বিশ্বদেব চট্টোপাধ্যায় : দেশে সংরক্ষণ নিয়ে বিতর্কের ডাক দিল আরএসএস। আরএসএস প্রধান মোহন ভগবত রবিবার এক অনুষ্ঠানে বলেছেন, সংরক্ষণের পক্ষে আর বিপক্ষে যাঁরা তাঁদের মধ্যে সঠিক পরিবেশ তৈরি করে কথোপকথন হওয়া উচিত। এর আগেও তিনি একবার, সংরক্ষণ পর্যালোচনার ডাক দিয়েছিলেন। সেই সময় বিভিন্ন দল ও গোষ্ঠীর তরফ থেকে প্রতিবাদ হয়েছিল।
ভগবত এদিন নিজেও সেই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এর আগে সংরক্ষণ নিয়ে বলায় প্রচুর গোলমাল হয়েছিল। আর পুরো আলোচনাটি মূল ইস্যু থেকে দূরে সরে গিয়েছিল। যাঁরা সংরক্ষণের পক্ষে তাঁদের সবসময়ই মনে রাখা উচিত যাঁরা এর বিপক্ষে, তাঁদের স্বার্থের কথা। একইভাবে যাঁরা এর বিপক্ষে, তাঁদের মনে পাখতে হবে যাঁরা এর পক্ষে, তাঁদের স্বার্থের কথা। 
তিনি বলেছেন, সংরক্ষণ নিয়ে আলোচনায় তাৎক্ষনিক নানা প্রতিক্রিয়া তৈরি হতে পারে, তাই সমাজের সব অংশেই সবসময়ই শান্তির পরিবেশ বজায় রাখতে হবে। আরএসএস প্রধান জ্ঞান উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।ভগবত বলেন, আরএসএস, বিজেপি এবং দল নেতৃত্বাধীন সরকার, তিনটির আলাদা আলাদা সত্তা রয়েছে। একটির কোনও কাজের জন্য অপরকে দোষী করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.