Header Ads

এনআরসি তালিকায় নাম না থাকায় ভেস্তে গেল বিয়ে

নয়া ঠাহর প্রতিবেদন : অসমের শিলচরের নয়াগ্রামের দিলওয়ার হুসেন লস্করের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রবিনার। এদের দুজনের মধ্যে ভাব-ভালবাসা ছিল বেশ কিছুদিন ধরেই। এর জেরে পাত্র-পাত্রী দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয় তাদের।
দিন কয়েক পরেই ছিল বিয়ে। কিন্তু হঠাৎই পাত্রী রবিনার বাবা কুতুবউদ্দিন বরভুঁইয়ার মাথায় প্রশ্ন জাগে, বিয়ের আগে একবার যাচাই করে নেওয়া দরকার পাত্র দিলওয়ারের নাম আছে কি না নাগরিকপঞ্জি তালিকায়।
পাত্র দিলওয়ারকে জিজ্ঞেস করলে সে জানায় , নাগরিকপঞ্জি তালিকায় তার নাম নেই। এরপর আর দেরি করেননি কুতুবউদ্দিন, বিয়ে বাতিল করে দেন। এতে অবশ্য রোখা যায়নি দেলওয়ার - রবিনার বিয়ে। দুজনেই বিয়ে রোখার খবর পেয়ে পালিয়ে যায় বাড়ি ছেড়ে। কুতুবউদ্দিন দেলওয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.