নেতারা এসি রুমে থাকে, আমাদের সীমান্তে মরতে পাঠিয়ে দেয়, বেতন পর্যন্ত দেয় না : পাকিস্তানি সৈনিকের অডিও ভাইরাল
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ভারত এখন আর সেই পুরোনো ভারত নেই যে পাকিস্তানের সব সন্ত্রাসী হামলা চুপ করে সহ্য করবে বা পাকিস্তানের হুমকিতে ভয় পেয়ে যাবে। এখন ভারত প্রতিটা সন্ত্রাসের জবাব দ্বিগুণ ভাবে দেবে। যেমন সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক বা সীজ ফায়ারের নিয়ম ভাঙ্গায় পাকিস্তানে বোমা বর্ষণ। এছাড়া ভারত সরকার কিছুদিন আগে কাশ্মীর থেকে ৩৭০ ধারাটিও তুলে দিয়েছে যার ফলে পাকিস্তান ও কট্টরপন্থীরা ভীষণ ক্ষেপে আছে। ভারত এখন প্রতিটা পদক্ষেপের জবাব পাকিস্তানকে দ্বিগুণ ভাবে দিচ্ছে।
ইসলামিক সন্ত্রাসবাদী ও পাকিস্তানের সেনায় বিদ্রোহ শুরু হয়ে গেছে, ভারতের সীমায় পোস্টে থাকা পাকিস্তানি সেনারা মারাত্মক চাপে আছে। পাক সেনাদের চাপে থাকার কারণ হলো ভারত পুরোপুরি ভাবে পরিবর্তিত হয়ে গেছে, আর পাকিস্তানের সীমায় পোস্টিং থাকা পাকিস্তানি সৈনিকদের উপর পাল্টা প্রত্যাঘাত করে চলেছে।
পাকিস্তানি সৈনিকদের মৃত্যুর সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই কারণেই পাকিস্তানি সেনাদের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে। পাক সেনা তাদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে।
পক এর সীমা থেকে এক পাকিস্তানি সৈনিক পালিয়ে যায় এবং সে চাকরি করবে না বলে জানায় এবং একটি অডিও টেপও প্রকাশ করে। পাকিস্তানি সৈনিক জানিয়েছে যে--সীমায় আমাদের জবরদস্তি সীজ ফায়ার লঙ্ঘন করতে বলা হয়। সরকারের লোকজন এসি ঘরে বসে থাকে আর আমাদের এখানে সীমায় মরতে পাঠাচ্ছে। পাকিস্তান সেনাটি আরো বলেন যে ভারতের সেনা অনেক বড় এবং ভারতের কাছে লড়াইয়ের অনেক উপকরণ অস্ত্র ইত্যাদি আছে কিন্তু পাকিস্তানের কাছে তার অর্ধেকও নেই। এছাড়া তাদের ঠিক মতো মাইনে দেওয়াও হচ্ছে না কিন্তু নিজেরা ফূর্তি করছে, আর কত সৈন যে বর্ডারে এই ভাবে মারা যাবে তার ঠিক নেই --বলে জানিয়েছেন এই পাকিস্তানি সৈনিক।
পাকিস্তানি সৈনিকটি, পাকিস্তানের বড় অফিসার ও পাকিস্তানি সরকাররের উপর অভিযোগ তুলে চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা করেন। তিনি বলেন-- না খাওয়ার আছে, না মাইনে আছে, শুধু যাও বর্ডারে গিয়ে ভারতের ওই বিশাল সেনাবাহিনীর মোকাবিলা কর, আমরা চাইনা এরকম চাকরি।
কোন মন্তব্য নেই