সারাদিনে তাঁর জন্য বরাদ্দ মাত্র চারটে লাড্ডু, এর জেরে ডিভোর্সের মামলা ঠুকলেন স্বামী
নয়া ঠাহর প্রতিবেদন : উত্তরপ্রদেশের মিরাটের এক ব্যক্তি বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তাই স্বামীকে সুস্থ করতে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলেন স্ত্রী। তান্ত্রিক নিদান দেন স্বামীকে সুস্থ করে তুলতে হলে সারাদিনে তাঁকে চারটের বেশি লাড্ডু ছাড়া আর কিছুই খেতে দেওয়া চলবে না।
তান্ত্রিকের নিদানের পর রোজ সকালে দুটো আর রাতে দুটো লাড্ডু খেতে-খেতে প্রাণ ওষ্ঠাগত স্বামীর। স্ত্রীকে অনেক বোঝানও তিনি, কিন্তু স্ত্রী মানতে নারাজ। শেষমেষ অতিষ্ঠ হয়ে স্বামী ঠুকে দিলেন ডিভোর্সের মামলা। ১০ বছরের বিয়ে দম্পতির, রয়েছে তিনটি সন্তান। আদালত সব শুনে দম্পতির কাউন্সেলিঙের পরামর্শ দিয়েছে।
কোন মন্তব্য নেই