Header Ads

প্যান ইন্ডিয়ান পোয়েট্রিতে হাইলাকান্দির কবি কল্লোল চৌধুরীর কবিতা

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : কবিতা কোনো সীমা রাখে না। এমনই এক ভাব বিনিময়ের স্বাক্ষর তৈরি করলেন হাইলাকান্দির বিশিষ্ট কবি কল্লোল চৌধুরী। সম্প্রতি দিল্লীর 'টুডে অ্যান্ড টুমোরস প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স ' থেকে প্রকাশিত 'প্যান ইন্ডিয়ান পোয়েট্রি ইন ইংলিশ স্প্যানিং ফার্স্ট টু ডিকে ডস অব টোয়েন্টি ওয়ান সেঞ্চুরী' সংকলনে স্থান পেয়েছে। বইটি সম্পাদনা করেছেন কলকাতার ড: বাসুদেব চক্রবর্তী ও পাঞ্জাবের ভাটিন্দার ড: জার্নাল সিং আনন্দ। কল্লোলের কবিতাগুলোর আলোচক ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেবরাস্কার ইংরেজি বিভাগের অধ্যাপক ড: স্যামুয়েল জে উম লন্দ। তিনি কল্লোলের 'এথনিক ক্ল্যাশ' কবিতাটি নিয়ে বিশেষভাবে আলোচনা করেছেন। 
উল্লেখ্য, কবিতাটিতে যেমন বরাক উপত্যকার মারকুলীনের ডিমাসা দাঙ্গার কথা রয়েছে তেমনি কাছাড় জেলার খাসপুরের প্রসঙ্গ এবং তালিবানের আক্রমণে আফগানিস্তানে বুদ্ধ মূর্তি ধ্বংসের প্রসঙ্গও রয়েছে। সবমিলিয়ে কবিতাটি আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক মানচিত্রে পৌঁছে গেছে বলে খবরে প্রকাশ। আগামী ১৩ অক্টোবর ভাটিন্দায় আয়োজিত বিশ্ব কবিতা সম্মেলনে যোগ দেবেন এই জনপ্রিয় কবি কল্লোল চৌধুরী। এই সফলতার জন্য নয়া ঠাহরের পক্ষ থেকে তাঁর প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.