সমাজ কর্মী তথা শিক্ষক সেলিম খানকে বদরপুরে সংবর্ধানা
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর: বুধবার সমাজ সেবায় অবদানের জন্য সমাজকর্মী ও শিক্ষক সেলিম খানকে সংবর্ধনা দিল ড. বি আর আম্বেদকর সমাজ কল্যান পরিষদ। রবিবার সংস্থার এক অনুষ্ঠানে তাকে এই সম্মান জানানো হয়েছে। সম্পাদক শংকু দাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা পরিমল কর্মকার, শিক্ষক তুষারকান্তি চৌধুরী প্রমুখ।
সমাজে অর্থনৈতিক এবং শৈক্ষিকভাবে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করার জন্য এই সংস্থা কাজ করে যাচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন। আর্ট নাচ সহ বিভিন্ন বিষয় শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, স্কুল স্থাপন, ব্লাড ডনেশন ক্যাম্প সহ নানা ধরনের কাজ করে যাচ্ছে এই সোসাইটি বলে উল্লেখ করেন বক্তারা।
সভায় আগামী বছরের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।সংস্থার বিভিন্ন কার্য্যক্রমের প্রশংসা করে এসব কাজে যথাসাধ্য সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দেন সেলিম খান। অনুষ্ঠানে রাজশ্রী মালি, কার্তিক দাস, বিশ্বজিত সাহা, জুনু রায় প্রমুখ অংশ নেন।
কোন মন্তব্য নেই