Header Ads

সুষমা স্বরাজের মৃত্যুতে হাইলাকান্দির ক্লাব রুদ্রানীর শোক প্রকাশ

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী ও বিজেপি দলের একনিষ্ঠ কর্মী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করল হাইলাকান্দির সামাজিক সংস্থা রুদ্রানী। 
ভারতের পঞ্চদশ লোকসভায় বিদেশ মন্ত্রকের দায়িত্বে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সঠিক সমাধানে এক অভিন্ন রাজনৈতিক পরিচয় দিয়েছেন তিনি। দেশ কিংবা বিদেশে ভারতের সম্মান কখনো নিচু হতে দেননি এই মহিলা রাজনীতিবীদ। যখনই কোনো ভারতীয় নাগরিক বিদেশের মাটিতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন মাত্র একটি টুইট করলেই তিনি নিজে সেই সমস্যার সমাধান করে দিতেন। যা উনার কর্ম পদ্ধতির মহান উদাহরণ। ভারতের ইতিহাসে এই মহিয়সী নারীর নাম সদা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় থাকবে বলে সংস্থার সম্পাদক অভ্রাংশু কুমার চৌধুরী মন্তব্য করেন। সংস্থা দ্বারা আয়োজিত শ্রদ্ধাজ্বলি অনুষ্ঠানে ৬৭টি প্রদীপ প্রজ্বলিত করে বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.