Header Ads

২৩ শে আগস্ট ইউএই তাদের দেশের সর্বোচ্চ এওয়ার্ড দেবে প্রধানমন্ত্রী মোদীকে

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীর ইস্যুতে চীন ছাড়া কোনো দেশ পাকিস্তানের পাশে দাঁড়াতে রাজি হয়নি। চীন একমাত্র পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কারণ পাকিস্তানে চীনের বহু টাকার বিনিয়োগ রয়েছে। এমনকি ইসলামিক দেশগুলিও পাকিস্তানকে একের পর এক ঝটকা দিয়েছে। পাকিস্তান আশা করেছিল যে, ইসলামিক দেশগুলি হয়তো পাশে দাঁড়াবে। কিন্তু কোনো ইসলামিক দেশ পাকিস্তানের পাশে দাঁড়াতে রাজি হয়নি। উল্টে ইসলামিক দেশগুলি ভারতের পাশেই দাঁড়িয়ে পড়েছে।
সৌদি, সংযুক্ত আরব আমিরাত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করতে অস্বীকার করেছে। পাকিস্তান সরকার ও পাকিস্তান মিডিয়া এতে খুব উত্তপ্ত হয়ে উঠেছে। 
এবার পাকিস্তানের সরকার ও মিডিয়াকে ইউএই বড়ো ধাক্কা দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ইউএই সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের দেশের সর্বোচ্চ পুরস্কার দেবে। ২৩ আগস্ট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও তিনি বাহরাইন সফরও করবেন।
সংযুক্ত আরব আমিরাত তাকে “জায়েদ অফ অর্ডার” পুরষ্কার দিয়ে সম্মানিত করতে চলেছে। ভারতে ভারতরত্ন যতবড় পুরস্কার ইউএই-র কাছে “জায়েদ অফ অর্ডার” ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এর আগে সৌদি আরবও মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান জানিয়েছে।  
এক সময় ছিল যখন পাকিস্তান মনে করতো সৌদি আরব, ইউএই তাদের বড়ো বন্ধু। কিন্তু এখন নরেন্দ্র মোদী এসে পরিস্থিতি পরিবর্তন করে দিয়েছেন। পাকিস্তান ইসলামিক দেশ হয়েও সৌদি আরব, ইউএইর সমর্থন পাচ্ছে না। অন্যদিকে, মোদীকে বড়ো বড়ো খেতাব দিয়ে সম্মানিত করা হচ্ছে। এখন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তাই মোদীকে সন্মান করার অর্থ পুরো ভারতের দিকেই ঝুঁকে থাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.