ম্যাডাম সিএম ! পুলিশের হাতে শিক্ষক নিগ্রহ নিয়ে মমতাকে বিঁধলেন অপর্ণা
বিশ্বদেব চট্টোপাধ্যায় : রাজ্যের পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন অভিনেত্রী অপর্ণা সেন। কল্যাণীতে রাতের অন্ধকারে শিক্ষিকাদের ওপর পুলিশি আক্রমণ নিয়ে টুইট করেছেন অপর্ণা। সেখানে তাঁর অভিযোগ, শিক্ষক শিক্ষিকাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। শিক্ষিকাদের যৌন নিগ্রহের অভিযোগও করেছেন তিনি।
রাজ্য সরকার কী করছে প্রশ্ন করেছেন অপর্ণা। টুইটে অপর্ণা বলেছেন, তিনি শহরে নেই। না হলে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতেন। অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবিও তুলেছেন অপর্ণা।
সম কাজে সম বেতনের দাবিতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন ক্রমশই জোরদার হচ্ছে। সম্প্রতি পার্শ্বশিক্ষকরা উল্টোডাঙার হাডকো মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেছিলেন। পরে সেখানে পুলিশ বাধা দিলে কল্যাণী বাস টার্মিনাসে গিয়ে ধর্না দেন। রাতেই পুলিশ সেখান থেকে ধর্না তুলে দিতে ব্যাপক লাঠিচার্জ করে। শিক্ষিকাদের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বাম আমলের নন্দীগ্রাম পর্বই হোক কিংবা জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আন্দোলনে দেখা গিয়েছিল অপর্ণা সেনকে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন কাজ নিয়ে বিরোধিতা শুরু করেছেন অপর্ণা সেন। তাঁর সঙ্গে সেই বিরোধিতায় সামিল হয়েছে বিদ্বজ্জনদের একাংশ। ভাটপাড়ায় রাজনৈতিক হিংসা পর্যবেক্ষণের পর মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন।
কোন মন্তব্য নেই