Header Ads

ভারতের সাথে লড়াই করার পরিস্থিতিতে নেই পাকিস্তান : পাক প্রতিরক্ষা বিশেষজ্ঞ

বিশ্বদেব চট্টোপাধ্যায় : ভারত আর পাকিস্তানের মধ্যে বাড়তি উত্তেজনার মধ্যে সেনা বিশেষজ্ঞ তথা মিলিটারি ইঙ্ক …ইনসাইড পাকিস্তান মিলিটারি ইকনমি’র লেখিকা আয়েশা সিদ্দিকি’র একটি বিবৃতি পাকিস্তানের সেনাবাহিনীর প্রকৃত ছবি সামনে নিয়ে এলো। তিনি বলেছেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে লড়াই করার পরিস্থিতিতে নেই। আয়েশা সিদ্দিকি বলেন, পাকিস্তান এই সময় আর্থিক মন্দা আর প্রচণ্ড পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধির সামনে দাঁড়িয়ে রয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। আর এরকম পরিস্থিতিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না।
তিনি বলেন, যখন আমি পাক অধিকৃত কাশ্মীরে থাকা নিজের বন্ধুর কাছে জিজ্ঞাসা করি, পাক সেনা কেন যুদ্ধ করছে না? তখন সে জবাব দেয়, পাকিস্তান হেরে যাবে। এর মানে এটাই যে, পাকিস্তানের আম জনতাও এটা জানে যে, পাকিস্তানের সেনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখে না। এটাই প্রথমবার যখন পাকিস্তানের জনতা ভালো মতো বুঝতে পেরে গেছে যে, ভারতের সাথে পেরে ওঠা সম্ভব না পাকিস্তানের। বিগত ৭২ বছরে পাকিস্তানি সেনার ফোকাস ভারত আর কাশ্মীরের ওপরে ছিল। পাকিস্তানি সেনার কিছু রেজিমেন্ট অনেকদিন ধরেই ক্ষিপ্ত হয়ে আছে, আর এবার তারা প্রশ্ন তুলবেই।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে হুমকি দিয়ে ট্যুইট করে বলেছিলেন, ভারতের হিন্দু বিচারধারার নীতি জার্মানির হিটলারের মতই। হিটলার যেমন অন্যদের দমন করেছিল, ভারতের হিন্দু নীতি কাশ্মীর থেকে মুসলিমদের সেইভাবেই দমন করতে চায়। ইমরান খান আরও বলেছিলেন, দু’সপ্তাহ ধরে কাশ্মীরে ৯০ লক্ষ মুসলিমকে ঘরবন্দি করে রাখা হয়েছে। কাশ্মীরে এরকম পরিস্থিতির পর রাষ্ট্রসঙ্ঘ-এর সেখানে পর্যবেক্ষক পাঠানো উচিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.