Header Ads

অনিয়মিতভাবে হলেও বসে ভারত-বাংলাদেশ সীমান্তের লিংখাট বাজার, দুই দেশের মানুষের চলে আসাযাওয়া

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

 অসমের পার্শ্ববৰ্তী রাজ্য মেঘালয়ের শহর শিলং থেকে প্ৰায় ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী একটি টাউন। নাম ডাউকি।


ডাউকি থেকে প্ৰায় ২০-২২ কিলোমিটার দূরে এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্ৰাম মাওলিংলং যাওয়ার পথে একটি প্ৰত্যন্ত অঞ্চল যেখানে বৰ্ডার সিকিউরিটি ফোৰ্সের মানুষদের দেখা যায়।


আর দেখা যায় ভারত-বাংলাদেশের সীমান্ত ঘেরা কাঁটাতার। সেখানে বসে ছোট্ট একটি বাজার। বাজারটির নাম লিংখাট। গত ২০১৭ সালের ২৯ ডিসেম্বর থেকে বাজারটি অনিয়মিতভাবে হলেও বসে। সেখানে দুই দেশের মানুষেরই নিয়মিত আসাযাওয়া রয়েছে। আর চলে জিনিষপত্ৰ কেনাবেচা।


বাজারটি আরও অনেক আৰ্থ সামাজিক খবরের খনি। সংবাদ সংগ্ৰহের আশায় ঘুরছেন সাংবাদিক তথা লেখিকা সুপৰ্ণা লাহিড়ি বড়ুয়া।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.