Header Ads

কলকাতাতে কলা জ্যোতি নৃত্য উৎসবে অসমের প্রদন্যর কত্থক নৃত্য প্রদর্শন



নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।সম্প্রতি কলকাতায় আয়োজিত কলাজ্যোতি নৃত্য উৎসবের আয়োজন করা হয় ।এই  শাস্ত্রীয় নৃত্য উৎসবে অসমের প্রদন্য রায় (১১)দর্শকের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। এই উৎসবে ভারতীয় শাস্ত্রীয় সংগীত, লোক নৃত্যের আয়োজন করা হয়েছিল, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন। এই উৎসবের আয়োজক ফেস্টিভাল ডাইরেক্টর কলকাতার সোমা ঘোষ।এই উৎসবে শাস্ত্রীয় নৃত্য প্রদর্শনের সাথে  ফিউশন ও লোকনৃত্যর প্রদর্শন করা হয়।  মালয়েশিয়া ,বাংলাদেশ থেকে নৃত্য শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করে ।অনুষ্ঠানে  সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী প্রদন্য রায় কত্থক নৃত্য প্রদর্শন করে যা দর্শকদের মুগ্ধ করে। তার অসাধারণ কত্থক নৃত্য প্রদর্শনের জন্য তাকে নৃত্য রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.