প্রবীণ কংগ্রেস নেতা ভুবনেশ্বর কলিতার কংগ্রেস দল থেকে পদত্যাগ
এখন এই দলটাকে ধ্বংসের মুখ থেকে কেউ রক্ষা করতে পারবে না :ভুবনেশ্বর কলিতা
নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।কংগ্রেস দলে ১৯৮৪ থেকে নেতৃত্ব দিয়ে আসা সদ্য রাজ্যসভার পদত্যাগকারী সাংসদ ভুবনেশ্বর কলিতা কংগ্রেস দল থেকে পদত্যাগ করেন।এ প্রসঙ্গে এক প্রেস বিবৃতিতে তিনি লিখেছেন যে এখন এই দলটাকে ধ্বংসের মুখে কেউ বাঁচাতে রক্ষা করতে পারবে না। আজকের নেতারাই এখন এই দলটিকে নিশ্চিহ্ন করতে চলেছে ।আজকে কংগ্রেসের বিচারধারা থেকে দেখে এমন লাগছে যে দলটা আত্মহত্যা করছে, আর আমি এতে অংশ হতে চাই না ।সোমবার সকালে রাজ্যসভার থেকে পদত্যাগ করেন ভুবনেশ্বর কলিতা। এর সাথে তিনি বিদায় জানালেন কংগ্রেস দলকেও। একাংশ লোক এই প্রবীণ কংগ্রেসী নেতার বিজেপিতে যোগদান করার সন্দেহ প্রকাশ করেছে।
কোন মন্তব্য নেই