Header Ads

'ঐতিহাসিক ভুলকে ঠিক করা হল', কাশ্মীর নিয়ে বিজেপির সমর্থনে একের পর এক কংগ্রেস নেতা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে সোমবার সংসদ বার বার তপ্ত হয়েছে। ৩৭০ ধারা কাশ্মীর থেকে তুলে নেওয়া নিয়ে বার বার সংসদের তর্ক বিতরকে উঠে এসেছে ইতিহাসের প্রসঙ্গ। আর তাতে উঠে এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর নাম। আর এই নাম উঠতেই সংসদে বারবার বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেছে কংগ্রেস। তবে সেই কংগ্রেসেরই একাধিক নেতা কাশ্মীর নিয়ে বিজেপি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কার্যত অনেকেই পার্টিলাইনের বাইরে গিয়ে ৩৭০ ধারা তুলে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
৭৩ বছর বয়সী কংগ্রেসের দাপুটে নেতা জনার্দন দ্বিবেদীর দাবি,'ইতিহাসের ভুল এতদিনে সঠিক করা হল।' কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকে কয়েকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে দ্বিবেদীকে। আর এবার তিনি কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলেই বলেন, 'আমি কোনও পার্টির অবস্থান নিয়ে বলব না। তবে সাদারণ মানুষ হিসাবে আমার গুরু রামমনোহর লোহিয়াও ৩৭০ ধারার বিরুদ্ধে বলতেন। আমার ব্যক্তিগত মত হল, এটা জাতীয় সন্তুষ্টির বিষয়।'
শুধু জনার্দন দ্বিবেদী নন, কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীপেন্দ্র হুদাও সমর্থন করেছেন বিজেপির এই পদক্ষেপকে। হরিয়ানার সাংসদ দীপেন্দ্রর পাশাপাশি মারাঠি সাংসদ মিলিন্দ দেওরাও কাশ্মীরে ৩৭০ বিলুপ্তি নিয়ে কার্যত কেন্দ্রের পদক্ষেপের সমর্থনে এগিয়ে আসেন। কংগ্রেস নেত্রী অদিতি সিংও বিজেপি শাসিত কেন্দ্রের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন। তিনি একাত্মবোধের বার্তা দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.