Header Ads

ভারত-পাক সম্পৰ্কের গতিবিধি নিয়ে রাষ্ট্ৰপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক চায় চিন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ভারত-পাক সম্পৰ্কের গতিবিধি নিয়ে রাষ্ট্ৰপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক চায় চিন। রাষ্ট্ৰপুঞ্জের তরফে পিটিআইকে একথা জানানো হয়েছে। প্ৰসঙ্গত, জম্মু ও কাশ্মীরের বিশেষ মৰ্যাদা বিলোপ ও উপত্যকাকে দুটি কেন্দ্ৰীয় স্বাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার রাষ্ট্ৰপুঞ্জের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছিল পাকিস্তান। তারপরেই এবার নিরাপত্তা পরিষদে গেল চিনও। আগস্ট মাসের জন্য পরিষদের সভাপতিত্বকারী দেশ পোল্যান্ডকে চিন চিঠি দিয়ে জানিয়েছে এ ব্যাপারে তাঁরা রুদ্ধদ্বার বৈঠক চায়। রাষ্ট্ৰপুঞ্জের কূটনীতিবিদ জানাচ্ছেন, এখনই এই বৈঠকের দিনক্ষণ বলা সম্ভব নয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
দিন কয়েক আগে পাকিস্তানের বিদেশমন্ত্ৰী শাহ মহম্মদ কুরেশি কাশ্মীর নিয়ে চিনের সমৰ্থন আদায়ে সেদেশ ঘুরে আসেন। এবিষয়ে চিনের বিদেশমন্ত্ৰী ওয়াং ই পাকিস্তানের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন বলে তাঁর দাবি। যদিও চিনের তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। দুই প্ৰতিবেশী দেশের সঙ্গে সুসম্পৰ্ক বজায় রাখতে আগ্ৰহী চিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.